ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রেসার কুকার বিস্ফোরণে বউ-শ্বাশুড়িসহ আহত চার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
প্রেসার কুকার বিস্ফোরণে বউ-শ্বাশুড়িসহ আহত চার প্রেসার কুকার বিস্ফোরণে বউ-শ্বাশুড়িসহ আহত চার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রেসার কুকার বিস্ফোরণে বউ-শাশুড়ীসহ চারজন আহত হয়েছেন। 

রোববার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে বেলাল হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে বেলাল হোসেনের স্ত্রী জোবেদা বেগম (৬০), তার দুই পুত্রবধু মুন্নি খাতুন (৪০) ও পারুল আক্তার (৩০) এবং তার নাতি লিমন মিয়ার স্ত্রী হ্যাপি বেগম (২৯)।

জানা গেছে, ওই এলাকার লিমন মিয়ার স্ত্রী হ্যাপি বেগম প্রেসার কুকারে মাংস রান্না করছিলেন। তাদের রান্না ঘরে বসে গল্প করছেলেন বউ শ্বাশুড়ি। এসময় প্রেসার কুকারের গ্যাস বন্ধ হয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটলে জোবেদা, মুন্নি, পারুল ও হ্যাপি বেগম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আহত চারজনই কিছুটা করে দগ্ধ হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে। তবে সকলেই আশংকামুক্ত বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।