বন বিভাগের অনুমতি নিয়ে কয়েকদিন আগে সুন্দরবনের নদীতে জাল ফেলেন মঞ্জু। এতেই ধরা পড়ে ১২১টি মূল্যবান ‘মেইদ মাছ’।
মঞ্জু গাজী বাংলানিউজকে বলেন, দুইটি জালের মধ্যে একটিতে ১২১টি মেদ মাছ ধরা পড়ে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মাছগুলো হরিনগর বাজারে বিক্রি করি। পাইকারি এক ক্রেতা ৫ লাখ ৭০ হাজার টাকায় মাছগুলো কিনেছেন।
তিনি আরও বলেন, অন্য জালেও প্রচুর মেইদ মাছ আটকা পড়ে কিন্তু জালটি আর পাইনি। ধারণা করছি, বেশি মাছ একত্রে বাধার কারণে জালটি টেনে নিয়ে গেছে। এই মাছ খুববেশি পাওয়া যায় না।
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বাংলানিউজকে বলেন, সুন্দরবনের চুনকুড়ি নদীতে বর্তমানে মূল্যবান মেইদ মাছ ধরা পড়ছে। প্রতিদিনই জেলেরা ২-৩ লাখ টাকার মাছ এক সঙ্গে বিক্রি করছে। অনেকে আবার মাছ ধরতে গিয়ে খালি হাতেও ফিরছেন।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এনটি