ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ঘাগড়া খালের অবৈধ স্থাপন উচ্ছেদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
দিনাজপুরে ঘাগড়া খালের অবৈধ স্থাপন উচ্ছেদ 

দিনাজপুর: দিনাজপুর শহরের বড়মাঠ বড়পুল এলাকা থেকে ঘাগড়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম এ উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন।  

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মাহফুজুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরুজুল ইসলাম উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, দিনাজপুর শহরের ভেতর দিয়ে প্রবাহিত ঘাগড়া খালের আংশিক অংশে প্রায় ৮ কিলোমিটার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ২ কোটি ২৪ লাখ টাকা ব্যয় হবে এ উচ্ছেদ অভিযানে।  

উচ্ছেদে অবৈধ স্থাপনার মধ্যে ৬৩টি পাকা বাড়ি, ২৫৪টি সেমি পাকা, ২৪০টি কাঁচা বাড়ি অপসারণ করা হবে। ৮ কিলোমিটার ঘাগড়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে ঠিকাদার হিসেবে কাজ করছেন ঢাকার মতিঝিল এলাকার মেসার্স শাহীন ব্রাদার্স।  

অভিযানে জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫, ডিসেম্বর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।