সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নদীর পাড় দখলমুক্ত করার অংশ হিসাবে ওই পার্কসহ আশেপাশের স্থাপনা উচ্ছেদ করে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, পাউবোর জায়গাসহ সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে পাতাকুঁড়ি বিনোদন পার্ক গড়ে তোলেন ঠিকাদার জয়নাল আবেদী। সারাদেশে নদী দখলমুক্ত করার অংশ হিসাবে দুপুরে ওই পার্কটিতেও উচ্ছেদ অভিযান চালানো হয়। জয়নাল আবেদীন সৈয়দপুর পৌর জাতীয় পার্টির (জাপা) সভাপতি।
সৈয়দপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী কৃষ্ণকমল সরকার বাংলানিউজকে জানান, পচানালা খালের জমি দখলমুক্ত করতে জয়নাল আবেদীনকে একাধিকবার নোটিশ দেওয়া হয়। সর্বশেষ গত ১১ অক্টোবর ওই ব্যক্তিকে নোটিশ করা হলেও তিনি বিষয়টি আমলে নেননি।
এ বিষয়ে জয়নাল আবেদীনের সঙ্গে কথা বলতে চাইলে তার বড় ছেলে বিদ্যুৎ বাংলানিউজকে বলেন, বাবা শহরের বাইরে রয়েছেন। আমরা প্রশাসনের কাছে সময় চেয়ে অনুরোধ করেছি, কিন্ত কোনো কাজ হয়নি।
পরিমল কুমার সরকার বাংলানিউজকে জানান, পাতাকুঁড়ি বিনোদন পার্কটি সৈয়দপুর পাউবো ও সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা। এ ব্যাপারে গত ছয় মাস আগে দখল করে রাখা জায়গা উদ্ধার করে লাল নিশান উড়িয়েছি। কিন্ত দীর্ঘদিনেও দখলদার জয়নাল আবেদীন অধিকৃত জায়গা থেকে পার্কের স্থাপনা সরিয়ে নেননি। ফলে সোমবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসআরএস