সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার মরাগাঙ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ওই অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ।
এসময় অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও মাহাবুর রহমানসহ অন্য কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কাজী তামজীদ আহমেদ বাংলানিউজকে জানান, সম্প্রতি ঢাকায় মারাত্মক বায়ু দূষণের কারণে রাজধানীর আশপাশে সমস্ত অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এরই অংশ হিসেবে সোমবার আশুলিয়ার তুরাগ নদের তীরে অভিযান চালানো হয়েছে।
অভিযানে পরিবেশ দূষণ, নদী দখল ও টপ সয়েল (ইট তৈরিতে কৃষিজমির উপরিভাগ) ব্যবহারসহ নানা অভিযোগে দেওয়ান ব্রিকস, রাজু ব্রিকস, আল-আশরাফ ব্রিকস-১, আশরাফ ব্রিকস-২ ও এমসিবি ব্রিকসকে পাঁচ লাক করে মোট মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ইটভাটাগুলো গুঁড়িয়ে দিয়ে তা বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসআরএস