ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
কটিয়াদীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীর পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মানিকখালী বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহিম হোসেন।
  
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলার সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর মনিরুজ্জামান মনিরসহ জেলা পুলিশ সদস্যরা।

 

সহকারী পরিচালক ইব্রাহিম হোসেন বাংলানিউজকে জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রয় করার অপরাধে ওই বাজারের আদম আলী মেডিসিন কর্নারকে ২১ হাজার, আশরাফ ফার্মেসিকে তিন হাজার, জাকির মেডিসিন কর্নারকে পাঁচ হাজার এবং নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে জব্বার ট্রেডার্সকে তিন হাজার, হারুন স্টোরকে পাঁচ হাজারসহ মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।