ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় বিজনা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
আখাউড়ায় বিজনা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিজনা খালের শৌনলোহঘর এলাকার ৫০০ মিটার জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি পাকা ও কাঁচা ঘর-বাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।  

অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. ইলিয়াছ মেহেদি বাংলানিউজকে জানান, নদী, খাল ও জলাশয়ের পাড় দখলমুক্ত এবং খনন কাজের অংশ হিসাবে বিজনা খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযান অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি পাকা ও কাঁচা ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়েছে। ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এ কার্যক্রম।  

অভিযানের সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া পাউবো সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।