সোমবার (২৩ ডিসেম্বর) সকালে থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. ইলিয়াছ মেহেদি বাংলানিউজকে জানান, নদী, খাল ও জলাশয়ের পাড় দখলমুক্ত এবং খনন কাজের অংশ হিসাবে বিজনা খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানের সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান ও ব্রাহ্মণবাড়িয়া পাউবো সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসআরএস