এর মধ্যে দুটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান। সেলিনা খাতুন কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
ওই ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. কমল কান্তি দাস বলেন, সন্ধ্যার দিকে সেলিনা খাতুন তিনটি সন্তান জন্ম দেয়। প্রসূতি মা এবং তিনটি বাচ্চা সুস্থ আছেন। তবে তিনটি বাচ্চা গর্ভে থাকার কারণে স্বাভাবিক এর চেয়ে একটু ওজন কম রয়েছে বলে জানান তিনি।
সেলিনা খাতুনের স্বামী মো. রফিকুল ইসলাম জানান, টাকার অভাবে আগে থেকে কোন ধরনের প্রস্তুতি ছিল না। আমার স্ত্রীর হঠাৎ প্রসব বেদনা উঠলে হাসপাতালে নিয়ে আসি। এই শীতের মধ্যে আমার স্ত্রী তিন সন্তানের জন্ম দেওয়াতে খুশি। কিন্ত দুঃখের বিষয় আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি। আমি ইটভাটায় শ্রমিকের কাজ করে কোন রকমে সংসার চালাই। আগেরও একটি ১২ বছরের ছেলে আছে। তাকে অনেক কষ্ট করে লেখা পড়া করাচ্ছি।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘন্টা, ২৩ ডিসেম্বর, ২০১৯
এমআরপি