সোমবার (২৩ ডিসেম্বর) রাতে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহম শিশু মারিয়া রাজশাহী জেলার বাঘমাড়া থানার নামকান গ্রামের ফারুকের মেয়ে।
পুলিশ জানায়, মারিয়ার বাবা ও মা পোশাক কারখানায় কাজ করেন। তাই প্রতিদিন মারিয়াকে পাশের বাড়ির নুর জাহানের কাছে রেখে যান তারা। প্রতিদিনের মতো সোমবারও বাচ্চা তারা রেখে গিয়েছিল। কিন্তু সন্ধ্যায় এসে মেয়েকে মৃত অবস্থায় পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে আশুলিয়ার পলাশবাড়ীর হাবিব ক্লিনিকে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেই সাথে সেই নারীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ বাংলানিউজকে বলেন, আমরা হাসপাতালে গিয়ে দেখি মারিয়ার মুখে মারধরের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমআরপি