ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ও ওসি পুরস্কৃত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
মধুপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ও ওসি পুরস্কৃত মধুপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার ও ওসি পুরস্কৃত

মধুপুর (টাঙ্গাইল): ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলেন মধুপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ কামরান হোসেন এবং মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল।

ডিআইজি, ঢাকা রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কারের ঘোষণা দেয়া হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এতে সভাপতিত্ব করেন এবং পুরস্কার তুলে দেন এই দুই কর্মকর্তা সহ অন্যান্যদের হাতে।

সভায় মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ২৮ জন অফিসার/ফোর্সসহ তিন জন চৌকিদারকে পুরস্কৃত করা হয়।

পুরস্কৃত সহকারি পুলিশ সুপার কামরান হোসেন ও অফিসার ইনচার্জ তারিক কামাল সংশ্লিষ্ট সকল অফিসার এবং ফোর্স এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, মধুপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ কামরান হোসেন এর আগে আরও তিনবার পুরস্কৃত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।