মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, ভোরে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বাংলানিউজকে জানান, ‘ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে। নৌরুটের কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। ’
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক সফিক আহম্মেদ বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পদ্মার মাঝে নোঙর করে রাখা হয়েছে সাতটি ফেরি।
ফেরি চলাচল বন্ধের কারণে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে প্রায় দুই শতাধিক ছোট-বড় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান উপ-মহাব্যবস্থাপক সফিক আহম্মেদ।
বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমআরপি/আরআইএস