এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি দুটি ধারালো অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ ডিনসম্বর) ভোর রাতে পাবনা রাজাপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালের সামনে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
পাবনা র্যাব-১২ সিপিসি-২ এর দায়িত্ব প্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন ডাকাত। খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযানে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
আরএ