ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ব্যাংকে অগ্নিনির্বাপণ মহড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
বাংলাদেশ ব্যাংকে অগ্নিনির্বাপণ মহড়া বাংলাদেশ ব্যাংকে অগ্নিনির্বাপণ মহড়া। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ৩০ তলা ভবনে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় মহড়া উদ্বোধন ও প্রত্যক্ষ করেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।

মহড়া উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িসহ নানা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স বাংলাদেশ ব্যাংকের ভেতরে প্রবেশ করে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ জানান, এসময় অগ্নিনির্বাপনের মহড়া ও অগ্নিকাণ্ডের সময় উদ্ধার অভিযান প্রদর্শন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।