ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জনপ্রশাসনের ‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন রওশন-নূরুল-বীণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
জনপ্রশাসনের ‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন রওশন-নূরুল-বীণা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করছেন কাজী রওশন আক্তার। ছবি: বাংলানিউজ

ঢাকা: মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও দফতর প্রধানের মধ্যে থেকে ২০১৮-১৯ সালের জন্য তিনজনকে ‘শুদ্ধচার পুরস্কার’ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন দফতর/সংস্থা প্রধান ক্যাটাগরিতে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার, গ্রেড-১ হতে গ্রেড-১০ভুক্ত ক্যাটাগরিতে উপসচিব মো. নূরুল হক এবং গ্রেড-১১ হতে গ্রেড-২০ ভুক্ত ক্যাটাগরিতে প্রশাসনিক কর্মকর্তা বীণা সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে পুরস্কারপ্রাপ্তদের হাতে এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করেন।

শুদ্ধাচার চর্চার মাধ্যমে দেশকে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার শুদ্ধাচার পুরস্কারের মাধ্যমে সরকারি কর্মচারীদের কাজের স্বীকৃতি প্রদান এবং শুদ্ধাচার চর্চায় উদ্বুদ্ধ করছে। এর মাধ্যমে সরকারি কর্মচারীরা আরও অধিক নিষ্ঠার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ হবে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে বাংলাদেশকে সমৃদ্ধ করে গড়ে তুলতে সব স্তরের সরকারি কর্মচারীদের শুদ্ধাচার চর্চা করতে হবে।

প্রতিমন্ত্রী সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সবার কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকারি কর্মচারীদের অধিক কর্মদক্ষ করে গড়ে তুলতে হবে।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনির উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর সংস্থার প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।