মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের সেন্ট ম্যারিজ ক্যাথেড্রাল চার্চ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শফিকুল ইসলাম বলেন, বড়দিনকে সামনে রেখে বিশেষ কোনো ধরনের হুমকি নেই।
কমিশনার আরও বলেন, যেসব এলাকায় খ্রিস্টান ধর্মালম্বীরা বসবাস করে, সেসব এলাকায় বিশেষ পুলিশিং ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার বড় ২০টি চার্চে বিশেষ তল্লাশি চালানো হয়েছে। এছাড়াও গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করার পাশাপাশি জঙ্গিরা যেসব মিডিয়া ব্যবহার করছেন, সেগুলোতেও বিশেষ নজর রাখছে। সার্বিকভাবে এই উৎসবটি যেন নির্বিঘ্নে, সুস্থ এবং সুন্দরভাবে শেষ হতে পারে, আমরা সেদিকটি কঠোরভাবে নজর রাখছি।
এর আগে বড়দিন উপলক্ষে ডিএমপি পুলিশের পক্ষ থেকে চার্চ কর্তৃপক্ষকে কেক ও ফুল দেন কমিশনার। পরে চার্চের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে নিয়ে কেক কাটা হয়।
মঙ্গলবার রাত ৮টা থেকেই বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমএমআই/এসএ