সিলেট নগরের উন্নয়নে এক হাজার ২শ ২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানান সিসিক মেয়র।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকেও ধন্যবাদ জানান মেয়র।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের মূল্যায়ন করেছেন। সিটি করপোরেশনের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প একনেকে অনুমোদন দিয়েছেন। এই সিলেট কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে স্বচ্ছভাবে প্রকল্প যথাসময়ে বাস্তবায়ক করে মূল্যায়নের প্রতিদান দেবে।
তিনি আরও বলেন, প্রতিটি কাজে স্বচ্ছতা বজায় রাখা হবে। বৃহৎ এ প্রকল্পের কাজ শুরুর সঙ্গে সঙ্গে হলুদ সাইনবোর্ডে প্রকল্পের সব তথ্য, ঠিকাদারের তথ্য জানিয়ে দেওয়া হবে। প্রকল্পটি চারবছর মেয়াদেই শেষ করতে হবে।
কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র বলেন, সিলেটের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী সব সময় সচেষ্ট রয়েছেন। নগর উন্নয়নে আমরা যে প্রস্তাবনা পাঠিয়েছিলাম, কাটছাট না করেই তা পাস করেছেন তিনি।
এক হাজার ২শ ২৮ কোটি টাকা ব্যয়ে সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা এবং অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানান মেয়র।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, নগরের অগ্রসর অন্য ওয়ার্ডের মতো দক্ষিণ সুরমার তিনটি ওয়ার্ডের (ওয়ার্ড নম্বর- ২৫,২৬ ও ২৭) ছড়া-খাল উদ্ধার, ড্রেন নির্মাণ, রাস্তার কাজ করে সমান তালে এগিয়ে নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ, কাউন্সিলর ইলিয়াছুর রহমান, রকিবুল ইসলাম ঝলক, সম্রাট কর, আব্দুল মুহিত জাবেদ, তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এনইউ/এএ