ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাতামুহুরী নদীতে বিষ দিয়ে মাছ নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
মাতামুহুরী নদীতে বিষ দিয়ে মাছ নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার প্রধান নদী মাতামুহুরীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে দুর্বৃত্তরা।

সূত্রে জানা যায়, নদীতে বিষ প্রয়োগের ফলে অনেক মাছ মারা গেছে। এতে নদীর তলদেশ থেকে মাছ মরে ভেসে উঠছে।

আর এসব মরা মাছ সংগ্রহ করতে হুমড়িখেয়ে পড়েছে স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানায়, সোমবার রাতের আঁধারে একশ্রেণির মৎস্য শিকারি মাতামুহুরী নদীর লামা পৌরসভা ও সদর ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় বিষ প্রয়োগ করে। আর এতে মঙ্গলবার সকাল থেকে নদীর বিভিন্ন পয়েন্টে মরা মাছ ভেসে উঠতে দেখা গেছে। এসব মরা মাছ বিষাক্ত জানার পরও লোকজন তা ধরতে মশারি জাল নিয়ে নদীতে নেমে পড়েছে। প্রায় ১ কিলোমিটার এলাকায় নদীর মাছ ও অন্যান্য জীববৈচিত্র্য মরে ভেসে উঠেছে।

লামা পৌরসভার বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, প্রতিবছর শুষ্ক মৌসুমে মাতামুহুরী নদীতে বিষ ঢেলে মাছ শিকার করা হয়। কিন্তু যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় দুর্বৃত্তরা প্রতিবছর বিষ প্রয়োগের মাধ্যমে মাছ ধরেই যায়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ জান্নাত রুমি বলেন, নদীতে বিষ প্রয়োগকারী দুর্বৃত্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মৎস্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

লামা উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, গত বছরও নদীতে বিষ ঢেলে মাছ হত্যা করা হয়েছিল। সরেজমিনে গিয়েও তখন কারও নাম বের করা সম্ভব হয়নি। এসব বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের আরো সচেতন হয়ে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের কাছে সোর্পদ করতে হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক আরো বলেন, আমরা  মৎস্য বিভাগ থেকে এই বিষয়ে আরো তদন্ত করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।