মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে সোহেলের অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রহিম।
তিনি বলেন, রাত ৯টার দিকে সোহেলকে জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় এবং রাত সাড়ে ৯টায় অস্ত্রোপচার শেষ হয়।
ডা. আব্দুর রহিম বলেন, সোহেলের মাথায় আঘাতের কারণে বিকেলে তার আরও একটি সিটিস্ক্যান করা হয়। রিপোর্ট দেখে রাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এখন সে ভালো আছে। তাকে অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
গত রোববার (২২ ডিসেম্বর) ভিপি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে হামলা ও ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় নুরসহ আহত হন ১৫ থেকে ২০ শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এজেডএস/একে