ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ডাকসুতে আহত সোহেলের অস্ত্রোপচার সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ডাকসুতে আহত সোহেলের অস্ত্রোপচার সম্পন্ন আহত এপিএম সোহেল। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় আহত এপিএম সোহেলের মাথার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে সোহেলের অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রহিম।

তিনি বলেন, রাত ৯টার দিকে সোহেলকে জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় এবং রাত সাড়ে ৯টায় অস্ত্রোপচার শেষ হয়।

তার অস্ত্রোপচার সফল হয়েছে।

ডা. আব্দুর রহিম বলেন, সোহেলের মাথায় আঘাতের কারণে বিকেলে তার আরও একটি সিটিস্ক্যান করা হয়। রিপোর্ট দেখে রাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এখন সে ভালো আছে। তাকে অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

গত রোববার (২২ ডিসেম্বর) ভিপি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে হামলা ও ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় নুরসহ আহত হন ১৫ থেকে ২০ শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এজেডএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।