কুয়াশার ঘনত্ব কমে গেলে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
দীর্ঘক্ষণ ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের এজিএম খন্দকার তানভির হোসেন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশকিছু যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মানুষ ও যানবাহন পারাপারের জন্য ১৩টি ফেরি নিয়োজিত রয়েছে এবং একটি ফেরি মেরামতের জন্য ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
আরএ