বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আচার-অনুষ্ঠান শুরু হয়েছে।
এদিন সকাল ৭টায় কাকরাইলের সেন্ট ম্যারি’স ক্যাথেড্রালের প্রথম প্রার্থনা অনুষ্ঠিত হয়।
গির্জায় প্রবেশের পরই চোখে পড়ে প্রতীকী এক গোয়ালঘর। খ্রিস্টমতে, ২ হাজার বছর আগে আজকের দিনে বেথলেহেমের এক গোয়ালঘরেই জন্ম নেন যিশু।
বড়দিন উপলক্ষে সেন্ট ম্যারি’স ক্যাথেড্রালের ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বাংলানিউজকে বলেন, আজকের দিনে যিশুখ্রিস্ট এ পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। তার আবির্ভাব দিনে আমাদের প্রার্থনা থাকবে, বিশ্বের মানুষের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি।
ফ্রান্সিস গোমেজ জানান, বড়দিন ঘিরে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সর্ব প্রথম প্রার্থনা অনুষ্ঠিত হয়। এরপর রাত ১১টায় অ্যাংলোদের জন্য ইংরেজিতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সেগুলো ছিল কেবলমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য। বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টায় সবার জন্য চার্চের দরজা খুলে দেওয়া হবে।
বড়দিন ঘিরে কাকরাইল চার্চসহ বিভিন্ন গির্জায় আলোকসজ্জা করা হয়েছে। সাজানো হয়েছে ক্রিসমাস-ট্রি।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ডিএন/এইচজে