ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে বড়দিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ফেনীতে বড়দিন উদযাপন ফেনীতে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ছবি: বাংলানিউজ

ফেনী: নানা আয়োজনে ফেনীতে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।

এ উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা মেতে ওঠেন নানা আয়োজনে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হয়।

এ উৎসব ঘিরে বুধবার সকাল থেকে ফেনীর সার্কিট হাউজ রোডে ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে আয়োজন করা হয় সমবেত প্রার্থনা।

খ্রিস্ট ধর্মাবলম্বী শিশু, নারী ও পুরুষরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনায় আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ-শান্তির প্রত্যাশা করেন তারা। বড়দিন উপলক্ষে চার্চ ঘিরে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এসএইচডি/এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।