ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীর তেজগাঁওয়ে বৃদ্ধকে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
রাজধানীর তেজগাঁওয়ে বৃদ্ধকে হত্যা

ঢাকা: রাজধানীর তেজগাঁও ডিভিশন এলাকার নিজ ফ্ল্যাটে তোবারক হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী শফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তেজগাঁও শিল্পাঞ্চল শান্তি নিকেতন এলাকার একটি ভবনের চার তলার নিজ ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তোবারকের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  

তিনি আরও জানান, তোবারক হোসেনের সঙ্গে হাসান ও সাইফুল নামে দুই ব্যক্তি থাকতেন। ঘটনার পর থেকে সাইফুলকে পাওয়া গেলেও হাসানকে পাওয়া যায়নি। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।