ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীকে (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের কেবিন থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) তাকে এইচডিইউতে নেওয়া হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
তিনি বলেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।
কিন্তু কেবিনে অতিরিক্ত দশনার্থী আসছে। এছাড়া তার একটু শ্বাসকষ্টও হচ্ছিল। এসব বিষয় বিবেচনায় তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে তিনি ভালো আছেন। নিজে হেঁটেই টয়লেটে যেতে পারছেন।
নাসির উদ্দিন বলেন, ডাকসুর ঘটনায় আহতদের চিকিৎসায় ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ সর্বদা সজাগ। এছাড়া তাদের জন্য নয় সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। সবসময় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন>>>
***ডাকসুতে মুক্তিযুদ্ধ মঞ্চের ভাঙচুর, ভিপি নুরকে মারধর
***আইসিইউ থেকে কেবিনে ফারাবী
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এজেডএস/এসএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।