এরপর বেলা বাড়ার সঙ্গে কিছুটা বেড়েছে তাপমাত্রা। তবে রাতে এবং শুক্রবারে (২৭ ডিসেম্বর) এ জেলায় তাপমাত্রা আরও নিচে নামতে পারে বলে আবহাওয়া অফিসের আভাস রয়েছে।
আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, সারাদেশের মতো রংপুর দিয়েও বইয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। মাঝখানে কিছুটা বেড়েছিল তাপ। কিন্তু বুধবার ভোর থেকে শীতের প্রকোপ আবার বেড়েছে।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বাংলানিউজকে বলেন, সকাল ১০টায় ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়েছে। এছাড়া শুক্রবার থেকে শৈত্যপ্রবাহ বইতে পারে।
এদিকে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বাড়ছে প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা। গত ১০ দিনে এ কারণে অগ্নিদগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
টিএ