ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে ৮ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
সুন্দরবনে ৮ জেলে আটক

সাতক্ষীরা: সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে ফিশিং ট্রলারসহ আট জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। এ সময় তিন মণ মাছ ও জালসহ আনুষাঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে তাদের আটক করা হয়।  

আটক জেলেরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার বোতলা গ্রামের মৃত নুরু খলিফার ছেলে আবুল কালাম (৪০) ও একই থানার পশ্চিম পাশারি গ্রামের মৃত নুরুল হক খানের ছেলে আব্দুর রব খান (৪৭), মৃত হাকিম হাওলাদারের ছেলে নাছির হাওলাদার (৫০), চরবোতলা গ্রামের আব্দুল হাকিম আকন্দের ছেলে শহিদুল আকম (৩৭), মৃত নুর ইসলামের ছেলে সোহেল ইসলাম (৩৫), সুলতান হাওলাদারের ছেলে ডালিম হাওলাদার (২৭), মৃত আব্দুল রাজ্জাক মাঝির ছেলে করিম মাঝি (৩৫) এবং হরিণতলা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে নাছির হাওলাদার (৩০)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় আট জেলেকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।