রোববার (২২ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিজয় দিবসের এ বাংলা মেলা। মেলায় শিশু-কিশোরদের সংগঠন ড্রিম ওয়ার্ল্ড, কিশলয় কচিকাঁচা, বাংলার আবহমান গানের ধারক সৃষ্টি ও ঐকতান সহ কুমকুম শর্মা, মুনা মুসতাফা, রূপকথা, রানা শরীফ, পলি, রুমাইসা, শুচি, নিলয়, আরমান, সাব্বির, আতিক হেলাল, মিতা আতিক প্রমুখ গান ও কবিতাসহ বিজয়ের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাকেম্বার সংসদ সদস্য জিহাদ দিপ, ক্যান্টারবুরি-ব্যাঙ্কস টাউনের মেয়র খাল আসফর, সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ ও কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু।
২০১৭ সাল থেকে ‘বাংলা মেলা বিজয় সম্মাননা’ দিয়ে আসছে। এ ধারাবাহিকতায় এ বছর বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজুল হক এবং মোহাম্মদ মোবারক হোসেনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রবাসে সাংবাদিকতা ও সামাজিক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ আবদুল্লাহ ইউসুফ শামীম ও নাইম আবদুল্লাহকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের বাংলাদেশি সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে, অন্যান্য সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে এবং বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে আমাদের এ প্রচেষ্টা। আমাদের মূল উদ্দেশ্য, আমাদের কমিউনিটিকে আরও শক্তিশালী করে অস্ট্রেলিয়ার বৃহত্তর সমাজে ইতিবাচক অবদান রাখা।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ওএইচ/