ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ত্রিশালে বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ত্রিশালে বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেড ও গার্ল গাইডসের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান আনাম, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেডের প্রধান সমন্বয়ক রতন সরকার, ব্রিগেডের লিডার মাহবুবা আলম তৃপ্তি।

এসময় বাল্যবিয়ে প্রতিরোধ ব্রিগেড ও গার্ল গাইডসের চার শতাধিক শিক্ষার্থীকে বাল্যবিয়ে বিরোধী শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।