ডাকটিকিট সংগ্রাহকদের সংগঠন ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এ প্রদর্শনী শুরু হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
মন্ত্রী বলেন, ডাকটিকিট প্রদর্শনের মাধ্যমে দেশের অনেক ইতিহাস জানা যায়। এ প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন সময়ের ডাকটিকিট আপনারা দেখতে পাবেন। প্রতিটি ডাকটিকিট ইতিহাসের সাক্ষী। আসছে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এ ধরনের আরেকটি ডাকটিকিট প্রদর্শন কার্যক্রম করা যেতে পারে।
প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করে মন্ত্রী নতুন একটি ডাকটিকিট উন্মোচন করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এমএএম/ওএইচ/