বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।
তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর গুলশান থানায় দায়ের করা মানি লন্ডারিংয়ের এক মামলায় রাজধানীর কমলাপুর এলাকা থেকে মোহাম্মদ উল্লাহ খানকে গ্রেফতার করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ।
তিনি আরও বলেন, তিনি খালেদের মালিকানাধীন ভূঁইয়া অ্যান্ড ভূঁইয়া ডেভেলপার লিমিটেডের জিএম হিসেবে নিয়োজিত ছিলেন। খালেদের অবৈধ আয়ের সার্বিক হিসাব ও রক্ষণাবেক্ষণের কাজ করতেন। টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধের মাধ্যমে আয়ের উৎস, গন্তব্যের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতার মোহাম্মদ উল্লাহ।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
পিএম/ওএইচ/