ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
শ্রীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী সোহাদিয়া এলাকায় ড্রামট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বতু মিয়া (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আহতরা হলেন-সাদিয়া আক্তার (১৪), তানিয়া আক্তার (১৮) ও আড়াই বছরের শিশু মোহাম্মদ মাহিন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সাতখামাইর-বরমী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে উপজেলার কাওরাইদ থেকে ৪ থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বরমী সোহাদিয়ার দিকে যা‌চ্ছিল। একপর‌্যায়ে তাদের অটোরিকশাটি সোহাদিয়া এলাকায় পৌঁছালে বিপ‌রীত থেকে আসা এক‌টি ড্রামট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বতু মিয়াকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ফতেহ আকরাম বাংলানিউজকে জানান, একজনকে মৃত অবস্থায় এবং তিনজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতরা চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।