বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু পত্রিকা/অনলাইনে ‘জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে তাদের গ্রহণ করা হবে’ শিরোনামে প্রকাশিত সংবাদ পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লেখ করেন, বাংলাদেশের নাগরিক ভারতে থাকলে এবং ভারত সরকার যদি বাংলাদেশ সরকারকে অবহিত করে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশে ফেরত আনা হবে।
পররাষ্ট্রমন্ত্রী ‘জন্মসূত্রে’ শব্দটি উল্লেখ করেননি। ‘জন্মসূত্রে’ শব্দটি ভুলভাবে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
টিআর/একে