বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. বিধান সরকার।
তিনি বলেন, গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের দুর্ঘটনায় মোট ৩১ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. আরিফুল ইসলাম নবীন সংবাদ সম্মেলনে জানান, কেরানীগঞ্জের দুর্ঘটনায় বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ আসলাম, সাজিদ, জাকির, বসির ও লাল মিয়াকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। তারা সবাই এখন শঙ্কামুক্ত। তবে সিরাজ, সাখাওয়াত, জিসানকে আজই ছাড়পত্র দেওয়া হচ্ছে না। আর সোহাগ দেওয়ান ও ফিরোজ আহমেদ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এজেডএস/আরআইএস