ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে  ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।  

বৈঠক শেষে লি জি মিং গণমাধ্যমকে জানান, বৈঠকে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না বলে দুঃখিত।

তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী নিয়ে আলোচনা হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীন মধ্যস্থতা করছে। চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে খুব শিগগিরই ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।  সেটা সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে চীনের রাষ্ট্রদূত এ বৈঠক করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।