ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও গ্রামের জাইদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। সাকিব ভোলার লালমোহনের বদলপুর গ্রামের আ. রহমানের ছেলে।

মৃত সাকিবের বড় ভাই মো. শাহীন জানান, দীর্ঘ পাঁচ মাস ধরে পাঁচগাও গ্রামের জাইদুল ইসলামের বাড়িতে নির্মাণশ্রমিক হিসেবে একটি বিল্ডিং নির্মাণের কাজ করে আসছিল তার ভাই। দুপুরে একটি রড বহন করার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এদিকে, খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।