বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতিবিজড়িত আটচালা ঘর প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান ও নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেকুজ্জামান।
কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ ও কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের যৌথ আয়োজনে এবং নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
ফিতা কাটার আগে নজরুল স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। পরে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নজরুল চর্চা কেন্দ্র বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, নজরুল গবেষক এনামুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, কৃষিবিদ রফিক চৌধুরীসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এনটি