ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিভিন্ন বেসরকারি হাসপাতালে দুদকের হানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
বান্দরবানে বিভিন্ন বেসরকারি হাসপাতালে দুদকের হানা

বান্দরবান: বান্দরবানে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসি, প্যাথলজিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বান্দরবান শহরের ইমানুয়েল মেডিকাল সেন্টার,  হিল ভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মুক্ত মেডিকাল সেন্টার, পপুলার ফার্মেসি, বান্দরবান প্যাথলজিতে অভিযান পরিচালনা করা হয়।
              
এসময় অভিযানে দুদকের দলটি হাসপাতালের লাইন্সেসসহ পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পৌরসভার অনুমতিপত্র চেক করে।


                     
পরির্দশনকালে বান্দরবানের বিভিন্ন হাসপাতালে সরকারি বিভিন্ন দপ্তরের অনুমতিপত্র না পেয়ে তাদের সর্তক করেন এবং আগামী ৩ মাসের মধ্যে সব ধরনের কাগজপত্র তৈরি ও নবায়ন করার নির্দেশনা দেয় দুদক।
     
দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরির্দশক আব্দুস সালাম, সিভিল সার্জন অফিসের মেডিকাল অফিসার ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।