বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলার গোলাপগঞ্জ উপজেলার ফিজা অ্যান্ড কোং, ফুলকলি ও বনফুল অ্যান্ড কোংসহ ছয়টি খাবার বিক্রি ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেটের উপ-পরিচালক ফখরুল ইসলামের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, অভিযানকালে বাজারজাত নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রি, পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকা ও পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় উপজেলার ঢাকা দক্ষিণ বাজারের ফিজাকে ২০ হাজার টাকা, ফুলকলিকে ১০ হাজার টাকা, বনফুলকে দুই হাজার টাকা, হেতিমগঞ্জ বাজারের বনফুল, ফুলকলি ও রসমেলাকে ছয় হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভেজালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এনইউ/আরবি/