ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হুজির ৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
হুজির ৬ সদস্য আটক

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ক্লোরোফর্ম, একটি ছুরি ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, হুজির এ গ্রুপটি ডাকাতির মাধ্যমে সংগঠনের অর্থ সংগ্রহের চেষ্টা করছিল। তাদের কাছ থেকে উদ্ধার ক্লোরোফর্ম, ছুরি ও খেলনা পিস্তলগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।