ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভালো মানুষও হতে হবে: মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
ভালো মানুষও হতে হবে: মেয়র আতিক রজত জয়ন্তি-২০১৯ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মেয়র আতিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে বলে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তি-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।

শিক্ষার আলোয় দেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, সেই সঙ্গে দেশের অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখে না যাই, দুঃখে মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। ভুলে গেলে চলবে না, মানুষ মানুষের জন্য। দুঃখের সময় মানুষের সাহায্যে আসতে পারাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়।

মেয়র বলেন, শুধু জিপিএ-৫ পেলেন, কিন্তু মানুষ হলেন না। তাহলে কোনো লাভ নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের মানুষের মতো মানুষ হতে গেলে যেরকম পড়ালেখা করতে হবে, ঠিক সেরকমভাবে অন্য কাজও করতে হবে। আমাদের সবাইকে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।  

বড় স্বপ্ন দেখতে হবে উল্লেখ করে তিনি বলেন, স্বপ্ন ঘুমিয়ে দেখলে চলবে না। স্বপ্ন বাস্তব করতে হলে আমাদেরকে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে। এ স্বপ্নগুলো পূরণ করবে রাজউক মডেল কলেজের শিক্ষার্থীরা।

পরিচ্ছন্নতার বিষয়ে মেয়র বলেন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। ঢাকাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরিত করতে হবে। বিদেশে গেলে আমরা যেখানে-সেখানে ময়লা ফেলি না। একটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি। বিদেশে আমরা ঠিকই নিয়ম মেনে চলি। এ রজত জয়ন্তি অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা প্রতিজ্ঞা করি, দেশের যেখানে-সেখানে আমরা ময়লা ফেলবো না। আসুন সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়ে তুলি।

দেশের নাগরিকদের কথা উল্লেখ করে মেয়র বলেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমার প্রশ্ন, দেশের সুনাগরিক আমরা কয়জন? আমরা যদি সুনাগরিক হতে পারি, দেশের আইন মেনে চলবো, ট্রাফিক সিস্টেম মেনে চলবো, ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পার হবো। সুনাগরিক হলে আমরা আমাদের দেশকে জীবন দিয়ে হলেও ভালোবাসবো।

রাজউক উত্তরা মডেল কলেজ প্রাঙ্গণে রজত জয়ন্তি-২০১৯ এর বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। নতুন-পুরনো শিক্ষার্থীদের আগমনে বেশ জাঁকালোভাবে এ অনুষ্ঠানটি উদযাপিত হয়।  

রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোমেন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্নেল মো. নুর নবী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমএমআ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।