এদিকে শীতের মধ্যে কিছুটা উষ্ণতার জন্য অনেক স্থানেই রোদ পোহাতে দেখা গেছে সাধারণ মানুষকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই শীতের প্রকোপ তীব্র আকার ধারণ করেছে।
এরই মধ্যে শনিবার দুপুরের দিকে হঠাৎ করেই রোদের দেখা মিললে অনেকটাই উৎফুল্লতা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। খেটে খাওয়া মানুষের মধ্যেও দেখা গেছে চাঞ্চল্যতা। স্থানীয় হাট-বাজারে সাধারণ মানুষের উপস্থিতিও বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই রোদের দেখা মিললে পদ্মার চরাঞ্চলের এলাকার কৃষকদের মধ্যে কর্মব্যস্ততা বেড়ে গেছে। অনেকেই নিজ নিজ ফসলের ক্ষেতে কাজে নেমে পড়েছে।
এদিকে রোদ ওঠায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে কুয়াশা কেটে গেলে নৌ চলাচলে স্বাভাবিক গতি ফিরে এসেছে বলে ঘাট সূত্র জানিয়েছে। তাছাড়া রোদের কারণে সাধারণ যাত্রীদের মধ্যেও স্বস্তির দেখা মিলেছে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
আরএ