শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ন্যাশনাল অ্যাডভোকেসি প্লাটফর্মে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনটির আহ্বায়ক সুলতানা কামাল।
তিনি বলেন, গত মার্চে বিরলের হালজা গ্রামে সন্ত্রাসীরা ভূমি দখলের চেষ্টাকালে কড়া সম্প্রদায়ের মানুষের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ওই হামলায় এক মাস বয়সী শিশুর বুকে পা উঠিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া সন্ত্রাসী এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। নানা ভাবে তারা নারী এবং পুরুষদের ভয়ভীতি প্রদর্শন করলেও প্রতিকার পাচ্ছে না অসহায় মানুষগুলো।
এদের সম্পত্তি দখলে নেওয়ার জন্যেই বিভিন্ন সময়ে ভূমিদস্যুরা নানান কায়দায় নির্যাতন চালিয়ে ভীতির সঞ্চার ঘটিয়েছে। ফলে এদের অনেকেই দেশের সীমান্ত পেরিয়ে জীবন বাাঁচাতে পালিয়েছে ভারত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ সম্প্রদায়ের অসংখ্য মানুষ দেশের স্বাধীনতার জন্যে যুদ্ধ করেছে যার মধ্যে আজও ২ জন স্বীকৃতিবিহীন মুক্তিযোদ্ধা হিসেবে থপাল কড়া ও কীনা কড়া জীবন-মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছেন। অসহায় এবং নিরীহ মানুষ হওয়ায় এরা আজও মুক্তিযোদ্ধার তালিকায় পৌঁছাতে পারেনি। আমরা সরকারের কাছে তাদের তালিকাভুক্তির দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাডভোকেসি প্লাটফর্মের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক মেয়র এবং এনএনএমসি'র উপদেষ্টা শফিকুল হক ছুটু, অ্যাডভোকেসি প্লাটফর্ম দিনাজপুরের সভাপতি চিত্ত ঘোষ, হেক্স/ইপারের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর আবুল হাসনাত ও এনএনএমসি‘র সমন্বয়ক নুরুল আলম শুভ।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় অ্যাডভোকেসী প্লাটফর্মের আহবায়ক সুলতানা কামাল।
বাংলাদেশ সময় ১৫৪০, ২৮ ডিসেম্বর, ২০১৯
এসএইচ