ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কম্বল বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কম্বল বিতরণ

বরিশাল: বরিশালে শিশু পরিবারের পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ) এর সম্মেলন কক্ষে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।

দুস্থ, আসহায়, সুবিধাবঞ্চিত, এতিম এবং সরকারি শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠানের নিবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল লেডিস ক্লাবের সভাপতি কেয়া পারভীন।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহিদুল ইসলাম, বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা (ডিআরআরও) মো. আবদুল লতিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এমএস/এইচএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।