ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
৫ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

ঢাকা:  হিমালয়ের কোলঘেঁষা জনপদ পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ১২টার পর থেকে ভোর ৬টার মধ্যে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ হিসাবে একটু পরিবর্তন আসতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল দিনাজপুরে।

এর আগে ২০১৮ সালে পঞ্চগড়ে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা বিগত কয়েক দশকের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।