ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুর ক্যান্টিনের সামনে ফের ককটেল বিস্ফোরণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
মধুর ক্যান্টিনের সামনে ফের ককটেল বিস্ফোরণ ককটেল। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের সামনে ফের ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে এ ককটেল বিস্ফোরিত হয়।

এর আগে গত ২৬ ডিসেম্বর মধুর ক্যান্টিনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। কিন্তু কে বা কারা এ ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে সে সম্পর্কে অবগত নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, আমরা ধারণা করছি ক্যাম্পাসে দুই পক্ষের বিবাদমান ঘটনায় এটি হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন তারা সিসি ক্যামেরা ফুটেজ দেখে ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
কেএসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।