ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় ফারুক হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন উপজেলার কাফুরা পুর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, বাড়ি ফেরার পথে শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় বগুড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলসহ ফারুক হোসেনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বাংলানিউজকে জানান, ট্রাকটি জব্দ করা যায়নি। তবে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।