ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

চৌগাছায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
চৌগাছায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

যশোর: যশোরের চৌগাছায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (০৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সলুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর নিমতলা গ্রামের বাসিন্দা সোহেল রানা (৩০) ও মণিরামপুর উপজেলার সরণপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আমানুল্লাহ (৩২)।

চৌগাছা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সলুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
ইউজি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।