ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় মার্কেটে আগুন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
আশুলিয়ায় মার্কেটে আগুন

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়া বাজার এলাকার একটি মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আব্দুল আজিজ সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।



ফায়ার সার্ভিস ঢাকা-৪ (সাভার, আশুলিয়া, ধামরাই) এর জোন কমান্ডার আনোয়ারুল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মার্কেটের ভেতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মার্কেটির মালিক আব্দুল আজিজ বলেন, আমার এ মার্কেটের দুই তলায় ২৬টি দোকান রয়েছে। তার মধ্যে ১৭টির মত দোকান পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।