ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে দেড়লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
টেকনাফে দেড়লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমোরার উমর খাল এলাকা থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‍্যাব)। 

রোববার (৫ জানুয়ারী) রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, টেকনাফ ন্যাচার পার্ক এলাকার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই ক্যাম্পের মো. হোসেনের ছেলে জাবেদ ইকবাল (২১)।

র‍্যাব-১৫ ব্যাটালিয়ানের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বাংলানিউজকে জানান, টেকনাফের হ্নীলা ওমর খাল এলাকায় একদল ইয়াবা কারবারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে পাচারের জন্য অবস্থান করছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একলাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই পুরনো রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

তিনি বলেন, ইয়াবাসহ তাদের টেকনাফ থানায় সোপর্দ এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়-০১.৫৫ ঘন্টা,৬ জানুয়ারী ২০২০
এসবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।