ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বীরপাকুন্দিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

আমিরুল ইসলাম ওই গ্রামের হারিছ উদ্দিনের ছেলে এবং স্থানীয় আনোয়ারখালি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জানুয়ারি) বিকেলে পাশের বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে আমিরুল তার মায়ের সঙ্গে ধান শুকাচ্ছিল। ছাদের পাশেই ছিল বিদ্যুতের ঝুলন্ত তার। একপর্যায়ে আমিরুল বিদ্যুতের তারে জড়িয়ে ছিটকে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।