ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ৯ কোটি টাকা অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
প্রধানমন্ত্রীর ৯ কোটি টাকা অনুদান

ঢাকা: ৭১’র গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর এবং ২৩ ব্যক্তির মধ্যে আট কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দুটি প্রতিষ্ঠানকে গাড়িও দেওয়া হয়।

সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

২৩ ব্যক্তির মধ্যে রয়েছেন ভাষাসৈনিক, অসুস্থ বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খেলোড়ার, ক্রীড়া সংগঠক, চলচিত্র পরিচালক, বিএনপি-জামায়াত জোট সরকারের নির্যাতনের শিকার পরিবার ও দলীয় নেতাকর্মী, সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্য রয়েছেন।

আর্থিক অনুদানের চেক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এছাড়া আর্থিক সহায়তার চেক প্রাপ্তদের মধ্যে রয়েছেন ১২তম এসএ গেমসে সাঁতার, ভারোত্তোলন ও শ্যুটার স্বর্ণপদক জয়ী যথাক্রমে মাহফুজা খাতুন শিলা, মাবিয়া আক্তার সিমান্ত এবং শাকিল আহমেদ।

এছাড়া রাজধানীর পল্লবীতে অবস্থিত বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং রাজশাহীর নাটোরে নবাব সিরাজ-উদ্দৌলা সরকারি কলেজকে দেওয়া মাইক্রোবাসের চাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমইউএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।